প্রতিষ্ঠানের ইতিহাস

মহাদেবপুর উপজেলার   প্রাচীনতম প্রতিষ্ঠানগুলোর মধ্যে  উচ্চ বিদ্যালয় অন্যতম ।   প্রতিষ্ঠানটির  প্রতিষ্ঠাকাল 2018 । প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাটা প্রধান শিক্ষক ছিলেন হোসেন  । বিদ্যালয়টি মহাদেবপুর উপজেলা হতে  2 কিলোমিটার দক্ষিনে আত্রাই নদীর মোহনায় ব্রীজ সংলগ্ন বাজারে অবস্থিত। অদূরেই সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যমান। বিদ্যালয়ের পূর্বপাশ দিয়ে মহাদেবপুর থেকে মান্দা যাবার সংযোগ সড়ক অবস্থিত।বিদ্যালয়টি মনোরোম ও শিক্ষাবান্ধব পরিবেশ বিরাজমান। এই আবাহমান বিদ্যালয়টি বেশ কিছু আত্নত্যাগী ও দক্ষ ব্যক্তির দ্বারা আজ অবধি পরিচালিত হচ্ছে। অনেক দানবীর ব্যক্তিত্বের সহানুভূতির পরশে বিদ্যালয়ের কিছু স্থায়ী সম্পদ অর্জন করতে পেরেছে। দক্ষ প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলির সমন্বয়ে শিক্ষনুরাগী এলাকাবাসী-অভিভাবকদের সহযোগিতায় এবং সুশিল পরিচালনা কমিটির হাত ধরে সুনামের সহিত বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। শিক্ষাদানের ক্ষেত্রে বিভিন্ন সময়ে অর্জন করেছে উপজেলা,জেলা,বিভাগ ও রাষ্ট্রীয়ভাবে নানা পুরষ্কার। এরই ধারা অব্যাহত রাখতে ও উত্তরোত্তর সুনাম অর্জনের জন্য বিদ্যালয়টি সম্পূর্ণ মাদক বিহীন ও সুশৃংখোল পরিবেশে পাঠদানের উপযোগীতার ধারা রক্ষার্থে সর্বসাধারণ এবং শিক্ষানুরাগী-শিক্ষাবান্ধব ব্যক্তিবর্গের নিকট সার্বিক হযোগিতা কামনা করছি।