প্রধান শিক্ষকের বাণী
প্রতিষ্ঠান প্রধান
মোঃ রাশেদুজ্জামান ইথার
প্রতিষ্ঠান প্রধান এর বাণী
প্রিয় ছাত্র/ছাত্রী, সম্মানিত অভিভাবক ও সুধী বৃন্দ, আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্,
আবরার একাডেমির পক্ষ হতে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পবিত্র আল-কোরআন বলছে “পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, মানুষ কে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। পড় তোমার প্রভু অতীব মহান, তিনি কলম দ্বারা জ্ঞান-বিজ্ঞান শিখিয়েছেন, মানুষ কে এমন সব কিছু শিখিয়েছেন যা সে জানতেই পারতোনা”। আবার হাদীস শরীফে এসেছে “দ্বীনী জ্ঞান অর্জন করা প্রত্যেক নর ও নারীর উপর আবশ্যক”। তাই আবরার একাডেমি পরিচালিত হবে জেনারেল ও ইসলামিক শিক্ষা ব্যবস্থায় ইনশাআল্লাহ্। ছাত্র/ছাত্রীদের সঠিক ভাবে লালন পালন করলে সাধারণ মানের ছাত্র/ছাত্রীর নিকট থেকেও সাফল্য আনা সম্ভব। ফলে শিক্ষার্থীদের আর কারো শরণাপন্ন হতে হবে না, এ আমার বিশ্বাস।